নীতীশ কুমার
জনপ্রিয়তা যাচাই করতে ফের রথে চড়ছেন নীতীশ কুমার। এর আগে তিনি বিহারে ন’বার রথযাত্রা কর্মসূচি করেছেন। কিন্তু গত নির্বাচনে ক্ষমতায় আসার পর এই প্রথম তাঁর এমন কর্মসূচি। দুর্গাপুজোর পরেই শুরু হবে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি।
মূলত মদের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে মানুষের মন যাচাই, এবং যাঁরা তা মানতে চান না তাঁদের বোঝানোই নীতীশের এই ‘নিষেধাজ্ঞা-যাত্রা’-র লক্ষ্য। যাত্রার নাম এবং তারিখ ঠিক করতে কাজ শুরু করেছে মুখ্যমন্ত্রীর সচিবালয়, বা আরও নির্দিষ্ট করে বলতে গেলে টিম প্রশান্তকিশোর। প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই পরিকল্পনা মুখ্যমন্ত্রীর কাছে জমাও পড়েছে। তাঁর সবুজ সংকেত পেলেই পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
মুখ্যমন্ত্রী হওয়ার পরে নীতীশ কুমার আজ পর্যন্ত ন’টি যাত্রা কর্মসূচি করেছেন। প্রতিটি যাত্রাই সফল। রাজনৈতিক এবং প্রশাসনিক ভাবে তার ফসলও ঘরে তুলতে পেরেছেন বিহারের মুখ্যমন্ত্রী। এ বারেও সেই পথেই হাঁটতে চাইছেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ২০০৫ সালের ১২ জুলাই তিনি শুরু করেন ‘ন্যায় যাত্রা’। সেই যাত্রায় রাবড়ীদেবীর শাসনকালে রাজ্যের ভেঙে পড়া আইন-শৃঙ্খলার ছবি তুলে ধরেন তৎকালীন বিরোধী দলনেতা নীতীশ কুমার। মাস তিনেক পরে নির্বাচনে জিতে ২৪ নভেম্বর এনডিএ-র মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর থেকে যখনই প্রযোজন হয়েছে তখনই রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি হিসেবে বিভিন্ন ‘যাত্রা’-র আয়োজন হয়েছে। প্রতিবারই নীতীশ তাঁর কর্মসূচি শুরু করেছেন পশ্চিম চম্পারণ জেলা থেকে। ২০১৭ সালে মহাত্মা গাঁধীর চম্পারণ সত্যাগ্রহের শতবর্ষপূর্তি। তাই এ বারেও নীতীশের যাত্রা চম্পারণ থেকেই শুরু হবে বলে মনে করছেন সরকারি অফিসাররা।