ফাইল ছবি
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউনের পথে হাঁটতে চলেছে নীতীশ কুমারের বিহারও। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী টুইটারে ঘোষণা করেছেন, আগামী ১৫ মে পর্যন্ত বিহারে সম্পূর্ণ লকডাউন থাকবে।
টুইটারে নীতীশ কুমার লিখেছেন, ‘প্রশাসনের সব আধিকারিক ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বিহারে আগামী ১৫ মে পর্যন্ত লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের বিস্তারিত নিয়মকানুন বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে ঘোষণা করা হবে। বিপর্যয় মোকাবিলা দলকে ইতিমধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে’।
বিহারেও সংক্রমণ বাড়ছে লাফিয়ে। কী ভাবে সংক্রমণ রুখে দেওয়া যায়, তা নিয়ে আলোচনা বসেছিল নীতীশ মন্ত্রিসভা। সেখানেই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিহারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪৭