দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
দেশের দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরেই একটু হলেও কমেছে। শনিবার তা ৪ লক্ষ ছাড়িয়েছে। রবিবার ৩.৯২ লক্ষ, সোমবার ৩.৬৮ লক্ষের পর মঙ্গলবার দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২২৯ জন। কমলেও যত লোক ভারতে আক্রান্ত হচ্ছেন, তা বিশ্বে কোনও দেশে গোটা অতিমারি পর্বে হয়নি। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছিল গত বছর ১৯ ডিসেম্বর।
করোনার জেরে দৈনিক মৃতের সংখ্যা মঙ্গলবার সাড়ে তিন হাজারের নীচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৪৯ জনের। এই নিয়ে দেশে এখনও অবধি প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৪০৮ জন। সেই সঙ্গে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে ৩৪ লক্ষ ৪৭ হাজার ১৩৩-এ।
মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের মতো রাজ্যগুলিতে কিছুটা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা গত কয়েক দিন ধরে সামান্য কম। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫০ হাজারের নীচে নেমেছে। দিল্লিতেও বেশ কয়েক দিন পর আক্রান্তের সংখ্যা নেমেছে ২০ হাজারের নীচে। এই পরিস্থিতিতেই দেশে চলছে কোভিডের টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১৭ লক্ষ ৩৪ হাজার ৭১৪ জন। এ নিয়ে দেশে টিকার মোট ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ৮৯ লক্ষ।