কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: পিটিআই।
পাঁচ বছর আগে নির্বাচনী প্রচারেও ছিল কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের প্রথম পাঁচ বছরে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি বলে বারেবারে অভিযোগ করেছেন বিরোধীরা এবং কৃষক সংগঠনগুলি। মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে ফের সেই প্রতিশ্রুতির কথাই শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন বাজেটে কৃষি এবং সহযোগী ক্ষেত্রগুলিতে বিপুল বিনিয়োগের কথা জানাল সরকার। গত আর্থিক বছরের তুলনায় কৃষি মন্ত্রকের বরাদ্দ ৭৮ শতাংশ বাড়ানো হল। একই সঙ্গে মৎস্য এবং খাদ্য প্রক্রিয়াকরণেও বিশেষ ভাবে নজর দেওয়ার কথা জানাল কেন্দ্র।
এ দিনের বাজেট বক্তৃতায় ‘গাঁও, গরিব ও কিসান’-এর উন্নতিতে সরকারের লক্ষ্যের কথা জানিয়ে নির্মলার বক্তব্য, সরকার কৃষি পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করবে। পাশাপাশি ডেয়ারি, মৎস্য ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে। সমবায়ের মাধ্যমে ডেয়ারি শিল্পকে উৎসাহিত করতে পশুখাদ্য তৈরি, দুধ সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বিপণনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়বে সরকার।
মোদী জমানায় কৃষক দুর্দশার ছবি বারবার ফুটে উঠেছে। তথ্যই বলছে, গত পাঁচ বছরে কৃষক আত্মহত্যার সংখ্যা আগের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। কৃষক সংগঠনগুলির নেতৃত্বে একাধিক বিক্ষোভ-মিছিল কাঁপিয়ে দিয়েছে দেশকে। কৃষক-ক্ষোভ সামাল দিতে মোদী সরকার ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ প্রকল্প ঘোষণা করে জানায়, তারা দেশের ১২.৬ কোটি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে তিন কিস্তিতে বছরে ৬ হাজার টাকা দেবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার বরাদ্দও বাড়ানো হয়। মোদী সরকারের উপর কৃষক-ক্ষোভ নিয়ে চাপ বাড়াতে ভোটের আগে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ঘোষণা করেন, তাঁরা কেন্দ্রে ক্ষমতায়
এলে প্রতিটি গরিব মানুষের অ্যাকাউন্টে মাসে ৬ হাজার করে বছরে ৭২ হাজার টাকা দেওয়া হবে। কৃষকদের জন্য বিশেষ সুবিধার কথাও জানান তিনি। এ দিন বাজেটে কৃষকদের জন্য ঘোষিত একাধিক প্রকল্পেই বরাদ্দ বাড়ানোর কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে কৃষি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাবার্ড।