Nirmala Sitharaman

চেন্নাইয়ে পথের ধারের বাজার থেকে দর করে সব্জি কিনলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাছলেন নিজের হাতে

অর্থমন্ত্রীর দফতর থেকে তাঁর বাজার করার ভিডিয়োটি শেয়ার করা হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে দোকানির কাছে সব্জির দর জানতে চাইছেন মন্ত্রী। তার পর নিজের হাতে বেছে নিয়ে সব্জি ওজন করতে দিচ্ছেন দোকানিকে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ০০:৪৫
Share:

সব্জি কিনছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ছবি: টুইটার।

দেশের বাজারের হাল-হকিকত নির্ভর করে যাঁর সিদ্ধান্তের উপর, তাঁকে দেখা গেল চেন্নাইয়ের মাইলাপুরে পথের ধারে একটি বাজার থেকে সব্জি কিনতে। শনিবার একদিনের সফরে চেন্নাই গিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে তিনি গাড়ি থেকে নেমে রাস্তার ধারে এক সব্জি বিক্রেতার কাছ থেকে সব্জি কেনেন।

Advertisement

অর্থমন্ত্রীর দফতর থেকে তাঁর বাজার করার ভিডিয়োটি শেয়ার করা হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে দোকানির কাছে সব্জির দর জানতে চাইছেন মন্ত্রী। তার পর নিজের হাতে বেছে নিয়ে সব্জি ওজন করতে দিচ্ছেন দোকানিকে।

তাঁকে বাজারে দেখে অবাক জনতার কেউ কেউ এসে কথা বলছেন। তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছে অর্থমন্ত্রীকে।

Advertisement

মন্ত্রী চেন্নাইয়ের আমবাত্তুরের কল্লিকুপ্পামে একটি বিশেষ ভাবে সক্ষম শিশুদের স্কুলের একটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করতে গিয়েছিলেন।স্কুলটি অটিজম, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের শিক্ষা দেওয়ার পাশাপাশি, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণও দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement