Nigerian

তিন তলার বারান্দা থেকে ঝাঁপ যুবকের, বাবা-মায়ের কাছ থেকে কী এমন খবর এসেছিল?

যুবক নাইজিরিয়। জানা গিয়েছে, বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। তার জেরেই এই পদক্ষেপ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৮:১০
Share:

জানা গিয়েছে, বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। ছবি: ভিডিয়ো থেকে।

তিন তলার বারান্দা থেকে বেশ কিছু ক্ষণ ধরে ঝুলছিলেন। তার পর সামলাতে না পেরে পড়েই গেলেন যুবক। দিল্লির সেই ভিডিয়ো এখন ভাইরাল। যুবক নাইজিরিয়। জানা গিয়েছে, বাবা-মায়ের মৃত্যুর খবর পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। তার জেরেই এই পদক্ষেপ।

Advertisement

দিল্লির নিহাল বিহারে থাকেন ওই নাইজিরিয় যুবক। নাম এনডিনোজুয়ো। বয়স ৩৭ বছর। জানা গিয়েছে, ১৮ মার্চ ওই ঘটনা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, অনেক ক্ষণ বারান্দার রেলিং ধরে ঝুলে থাকার চেষ্টা করেছিলেন যুবক। শেষে হাত ফসকে পড়ে যান। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, ওই যুবক পড়ে যাওয়ার পর সাহায্যের জন্য গিয়েছিলেন এক স্থানীয়। যদিও যুবক পাল্টা ওই সাহায্যকারীকে জাপটে ধরেন। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারেননি স্থানীয়।

এ সব দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছুটে আসেন। নাইজিরিয় যুবককে লাঠি দিয়ে আঘাত করেন। তার পর ওই সাহায্যকারীকে ছেড়ে দেন তিনি। খবর পেয়ে আসে পুলিশ। এনডিনোজুয়োকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করানে হয়। তাঁর পা ভেঙে গিয়েছে। সামান্য চোটও পেয়েছেন। পুলিশকে জেরায় তিনি জানিয়েছেন, নাইজিরিয়ায় তাঁর বাবা-মায়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। অবসাদগ্রস্ত হন। তার পরেই ওই কাণ্ড ঘটান। পুলিশ তদন্ত করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement