Udaipur

Udaipur: উদয়পুরের দর্জি খুনে আরও এক জনকে গ্রেফতার করল এনআইএ, এই নিয়ে ধৃত সাত জন

উদয়পুরে দর্জি খুনে গ্রেফতার আরও এক জন। নাম ফারহাদ মহম্মদ শেখ। মূল অভিযুক্তের অন্যতম সহযোগী তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:২১
Share:

উদয়পুরে দর্জি খুনে গ্রেফতার আরও এক জন। — ছবি পিটিআই থেকে।

উদয়পুরের দর্জি খুনে আরও এক জন গ্রেফতার। এই নিয়ে সাত জন অভিযুক্তকে ধরল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। রবিবার জানালেন তাদের মুখপাত্র। ধৃতের নাম ফারহাদ মহম্মদ শেখ।

Advertisement

এনআইএর মুখপাত্র আরও জানান, কানহাইয়া লাল খুনে মূল অভিযুক্ত রিয়াজ আখতারির ‘ঘনিষ্ঠ সহযোগী’ ছিলেন ফারহাদ। খুনের ষড়যন্ত্রে সক্রিয় ভাবে জড়িত ছিলেন তিনি।

২৮ জুন উদয়পুরে খুন হন কানহাইয়া। পেশায় দর্জি ছিলেন তিনি। অভিযোগ, কানহাইয়াকে গলা কেটে খুন করেন রিয়াজ আখতারি। সেই ঘটনা নিজের মোবাইলে রেকর্ড করেন গোস মহম্মদ। পরে সেই ভিডিয়ো নেটমাধ্যমে প্রকাশ করেন তাঁরা। খুনের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার হন রিয়াজ এবং গোস। পরে আরও চার জন গ্রেফতার হন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement