Mukesh Ambani

Ambani Bomb Scare: অম্বানী বিস্ফোরক কাণ্ডে গ্রেফতার মুম্বই পুলিশের প্রাক্তন এনকাউন্টার স্পেশালিস্ট

বৃহস্পতিবার ভোরে এনআইএ এবং সিআরপিএফ-এর একটি দল প্রদীপের অন্ধেরির বাড়িতে হানা দেয়। ৬ ঘণ্টা ধরে তল্লাশির পর প্রদীপকে গ্রেফতার করে এনআইএ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুন ২০২১ ১৫:৫২
Share:

প্রদীপ শর্মা।

মুকেশ অম্বানীর বাড়ির সামনে বিস্ফোরকসমেত গাড়ি রাখার ঘটনায় নয়া মোড়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মুম্বই পুলিশের প্রাক্তন ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ প্রদীপ শর্মাকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। তাঁকে জেরা করার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ।

Advertisement

কয়েক দিন আগেই এই ঘটনায় জড়িত সন্দেহে সন্তোষ শেলার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনআইএ। তাঁর সূত্র ধরেই এনকাউন্টার স্পেশালিস্ট প্রদীপের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ এনআইএ এবং সিআরপিএফ-এর একটি দল প্রদীপের অন্ধেরির বাড়িতে হানা দেয়। ৬ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর দুপুরের দিকে প্রদীপকে গ্রেফতার করে এনআইএ।

এনআইএ সূত্রে খবর, তল্লাশির সময় প্রদীপ এবং সন্তোষের একসঙ্গে তোলা ছবিও পাওয়া গিয়েছে। যদিও সেই দু’জনের মধ্যে যোগাযোগের বিষয়টি অস্বীকার করেছেন প্রদীপ। একই সঙ্গে দাবি করেছেন, সন্তোষ পুলিশের ইনফর্মার হিসেবে একটা সময় কাজ করতেন। তাঁর সঙ্গে কোনও সম্পর্ক নেই।

Advertisement

মুম্বই পুলিশের একাংশের মতে প্রদীপ শর্মা প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর শচীন ওয়াজের গুরু। শচীন এই মামলায় আগেই গ্রেফতার হয়েছে এনআইএ-র হাতে। তদন্তকারীদের ধারণা, প্রদীপের কাছ থেকে মনসুখ হিরণের মৃত্যুর বিষয়ে তথ্য পাওয়া যাবে।

এনআইএ সূত্রে খবর, প্রদীপ অনেক দিন ধরেই তাদের নজরে ছিল। কেননা, ওয়াজে গ্রেফতার হওয়ার পরেও তাঁর সঙ্গে একাধিক বার সাক্ষাৎ করেছেন তিনি। তদন্তকারীদের সন্দেহ হয়, ওয়াজেকে এই মামলায় কোনও না কোনও ভাবে সাহায্য করছেন প্রদীপ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement