গ্রাফিক: সনৎ সিংহ।
দেশজুড়ে সাপের ছোবল খাইয়ে খুনের প্রবণতা ক্রমশ বাড়ছে। বুধবার একটি মামলায় এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি এন ভি রমণা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে।
রাজস্থানে সাপের ছোবলের সাহায্যে খুনের একটি মামলার শুনানির সময় বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘এটা আজকাল নতুন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। সাপুড়ের কাছ থেকে বিষধর সাপ জোগাড় করে তার কামড় খাইয়ে খুন করানো হচ্ছে। রাজস্থানে এমন ঘটনা ঘটেই চলেছে।’’ ওই মামলায় অভিযুক্ত কৃষ্ণ কুমারের জামিনের আর্জিও খারিজ করে দেয় শীর্ষ আদালত।
২০১৯ সালে রাজস্থানের ঝুনঝুনু জেলার ওই ঘটনায় এক মহিলা সাপের সাহায্যে তাঁর শাশুড়িকে খুন করান বলে অভিযোগ। বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পারার কারণেই পুত্রবধূ তাঁর প্রেমিকের সাহায্যে শাশুড়িকে হত্যা করেছিলেন। কৃষ্ণ কুমার ১০ হাজার টাকার বিনিময়ে সাপের জোগান দিয়েছিল বলে অভিযোগ।