Food Poisoning

আবাসিক স্কুলে খাবার খেয়ে অসুস্থ ৭৮ জন ছাত্রী, ভর্তি করানো হল হাসপাতালে

স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭৮ জন ছাত্রীকে ভিমগাল এবং নিজামাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

হায়দরাবাদ শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০০
Share:

— প্রতীকী চিত্র।

আবাসিক স্কুলে খাবার খেয়ে অসুস্থ ৭৮ জন ছাত্রী। ওই ছাত্রীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সকলের অবস্থাই স্থিতিশীল। তেলঙ্গানার নিজামাবাদ জেলার ঘটনা।

Advertisement

ভিমতাল শহরের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে সোমবার রাতে খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রীরা। বমি করতে থাকে তারা। পেটে ব্যথা শুরু হয়। এর পরেই তাদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়। খাবারে বিষক্রিয়া থেকে এ রকম হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৭৮ জন ছাত্রীকে ভিমগাল এবং নিজামাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের চিকিৎসা চলছে। খাবার কী পড়েছিল, তা নিয়ে তদন্ত করছেন স্কুল কর্তৃপক্ষ। খতিয়ে দেখছে পুলিশও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement