National Herald Case

National Herald: সনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদের পরই ন্যাশনাল হেরাল্ডের দফতরে ইডির হানা

ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের অফিস-সহ ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১২:৪৬
Share:

ফাইল চিত্র।

ন্যাশনাল হেরাল্ড মামলায় নয়া মোড়। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের অফিস-সহ ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই সংবাদপত্রের অফিস, অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের দফতর-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে তদন্তকারী সংস্থা।

সম্প্রতি এই মামলায় ইডি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকে জিজ্ঞাসাবাদ করেছে । তার আগে জিজ্ঞাসাবাদ করা হয় রাহুল গাঁধীকে। সূত্র মারফত জানা গিয়েছে, সনিয়াকে ১০০টিরও বেশি প্রশ্ন করা হয়েছে। রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় ১৫০টি প্রশ্ন। সনিয়া-রাহুলকে জিজ্ঞাসাবাদের পর ন্যাশনাল হেরাল্ডের দফতরে ইডির হানা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement