Navya Naveli Nanda

কচ্ছের রণ ঘুরতে গিয়েছেন নব্যা, মেয়ের ছবি দেখে কোন সন্দেহ শ্বেতা বচ্চনের মনে?

সাদা কচ্ছে দাঁড়িয়ে সমাজমাধ্যমে ছবি দিয়েছেন। মেয়ের ছবি দেখে কোন অবিশ্বাস দানা বেঁধেছে মা শ্বেতা বচ্চনের মনে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৪:৪১
Share:

নব্যা কার সঙ্গে ঘুরতে গিয়েছেন উদ্বেগ শ্বেতার! গ্রাফিক-আনন্দবাজার অনলাইন।

এই মুহূর্তে অহমদাবাদে একটি ম্যানেজমেন্ট স্কুলে এমবিএ পড়ছেন নব্যা নভেলি নন্দা। পড়াশোনা আর পডকাস্টের ফাঁকে কচ্ছের রণ ঘুরতে গেলেন নব্যা। সমাজমাধ্যমে সাদা কচ্ছে দাঁড়িয়ে ছবি দিয়েছেন তিনি। মেয়ের ছবি দেখে অবিশ্বাস দানা বেঁধেছে মা শ্বেতা বচ্চনের মনে!

Advertisement

কচ্ছের রণে সূর্যাস্ত থেকে সূর্যোদয়। পড়ন্ত বিকেলে লোকনৃত্য-সহ নিজেরও ছবি দিয়েছেন নব্যা। কিন্তু সেই ছবিতে নব্যা ছাড়া আর কাউকে দেখা যায়নি। তাই ছবির ভালমন্দ নিয়ে খুব একটা মাথা ঘামাননি শ্বেতা। বরং শ্বেতার কৌতূহল অন্য জায়গায়, মেয়ে কার সঙ্গে গিয়েছেন! নব্যার সঙ্গে এমনিতেই অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর প্রেমের গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। এমনকি শ্বেতা বচ্চনের জন্মদিনে আমন্ত্রিত ছিলেন সিদ্ধান্ত। মাঝে তাঁদের একসঙ্গে মুসৌরি ঘুরতে যাওয়ার ছবিও প্রকাশ্যে আসে। এ বার নব্যার ছবি দেখে শ্বেতা লেখেন, ‘‘কিন্তু তুমি কি একা গিয়েছ?’’ মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে কেবল হাসির ইমোজি দিয়েছেন নব্যা। এতেই ক্ষান্ত না দিয়ে শ্বেতা লেখেন, ‘‘আমি জানতে চাইছি তো।’’ যদিও এর পর মাকে সমাজমাধ্যমে আর কোনও জবাব দেননি নব্যা। তার কারণ নব্য আসলে কচ্ছের রণ দেখতে গিয়েছিলেন মা শ্বেতা ও দিদা জয়া বচ্চনের সঙ্গে। কিন্তু ছবিতে মা ও দিদাকে কেটে বাদ দিতেই এমন উষ্মা প্রকাশ মা শ্বেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement