ছবি: পিটিআই।
জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে নিয়ে শুধুমাত্র একটি ‘ব্যঙ্গাত্মক খবর’ করেছিল ওয়েবসাইট ‘ফেকিং নিউজ’। তা-ও ২০১৪ সালের ২৮ মে। গত কাল লোকসভায় ৩৭০ অনুচ্ছেদ বিলোপ নিয়ে ওমরকে আক্রমণ করতে গিয়ে সেই ‘ব্যঙ্গাত্মক খবর’কেই আসল খবর হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী! সেখান থেকে দিলেন ওমরের উদ্ধৃতিও। নরেন্দ্র মোদী বলেন, ‘‘ওমর বলেছিলেন, অনুচ্ছেদ ৩৭০ বিলোপ এমন ভূকম্প আনবে যে, কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে যাবে।’’ লোকসভায় মোদীর মুখে নকল খবর থেকে নেওয়া উদ্ধৃতি শুনে বিস্মিত অনেকেই। ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র ইমরান দার গত কালই স্পষ্ট করে দিয়েছেন, এমন কথা ওমর কখনওই বলেননি। আর আজ মোদীকে কটাক্ষ করে কংগ্রেসের টুইট, ‘‘শুধু হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলে এমনটাই হয়।’’
আরও পড়ুন: উনি প্রধানমন্ত্রীর মতো আচরণ করেন না, ‘টিউবলাইট’ বিতর্কে মোদীকে পাল্টা রাহুলের