ছবি: পিটিআই।
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে সমস্ত রাজ্য শামিল হলে তবেই তা আরও জোরদার হবে। সুবিধা পাবেন প্রত্যন্ত এলাকার প্রতিটি মানুষ। মঙ্গলবার বিজ্ঞান ভবনে ওই প্রকল্পের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বৈঠকের শেষে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘আগেও এমন প্রকল্প দেশে ছিল। কিন্তু বিচ্ছিন্ন ভাবে। আয়ুষ্মানে সকলে এগিয়ে আসার কারণেই এত দ্রুত এতখানি সাফল্যের মুখ দেখেছে এটা।’’ এখনও এই প্রকল্পে সামিল হয়নি পশ্চিমবঙ্গ। তার বদলে নিজেদের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পই চালু রেখেছে তারা। মোদীর এই মন্তব্য রাজ্যকে ঘুরিয়ে বার্তা কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
গত এক বছরে এই প্রকল্পের সুবিধাপ্রাপকদের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রকল্পের বর্ষপূর্তিতে উদ্বোধন করেছেন অ্যাপ, স্মারক ডাকটিকিট। স্টার্ট-আপের জন্য চালু করেছেন প্রতিযোগিতা। মোদীর দাবি, ‘‘এই প্রকল্পের দৌলতে চাহিদা বাড়ছে স্বাস্থ্য পরিষেবার। ফলে আগামী পাঁচ বছরে দেশে অনেক নতুন হাসপাতাল তৈরি হবে। নতুন কর্মসংস্থান হবে অন্তত ১১ লক্ষ।’’