প্রতীকী ছবি
মুসলিম বিবাহ আসলে একটি ‘চুক্তি’, এমনই মত প্রকাশ করল কর্নাটক হাই কোর্ট। আদালতের মতে, মুসলিম বিবাহ হিন্দু বিবাহের মতো ‘পবিত্র’ নয়, কেবল বিভিন্ন রকমের ভাবনার একটি ‘চুক্তি’ মাত্র।
এজাজুর রহমান নামে বেঙ্গালুরুর এক বাসিন্দা স্থানীয় পরিবার আদালতে (ফ্যামিলি কোর্ট) একটি মামলা করেছিলেন। যদিও সেই ঘটনার শুরু ১৯৯১ সালে। ওই বছর স্ত্রীকে ‘তালাক’ দিয়েছিলেন এজাজুর। তার পর ফের বিয়ে করেন তিনি। এক সন্তানের পিতা হন। ২০০২ সালে তাঁর প্রথম স্ত্রী একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতে আদালত ৩ হাজার টাকার মাসিক খোরপোশ দেওয়ার কথা বলে। এই আদেশকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাই কোর্টে যান এজাজুর।
গত ৭ অক্টোবর হাই কোর্ট এই মামলার রায়ে বলে, ‘‘বিবাহ একটি একটি চুক্তি, এই কথার বিভিন্ন অর্থ আছে। মনে রাখতে হবে, হিন্দু বিবাহের মতো এই বিবাহ পবিত্র নয়।’’ আদালত এজাজুরের আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি, আলাদা করে জরিমানা করেছে ২৫ হাজার টাকা।