১৯৯২ সালে মুম্বইয়ে অশান্তির ঘটনায় ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।
১৯৯২ সালে মুম্বইয়ে অশান্তির ঘটনায় ১৮ বছর ধরে ফেরার থাকার পর অবশেষে পুলিশি জালে ধরা পড়লেন এক অভিযুক্ত। তাবরেজ খান ওরফে মনসুরি নামে ওই অভিযুক্তকে শনিবার গ্রেফতার করেছে দিন্দোশি থানার পুলিশ।
মুম্বইয়ে অশান্তির ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছিল। জখম হয়েছিলেন আরও অনেকে। মালাড পূর্ব এলাকায় একটি অশান্তির ঘটনায় মনসুরি ও আরও ৮ জনকে অভিযুক্ত করা হয়েছিল। পরে দায়রা আদালতে ওই ৯ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে ২ জনকে রেহাই দেওয়া হয়েছিল। মৃত্যু হয়েছিল অন্য এক অভিযুক্তের।
বাকি ৬ অভিযুক্ত কখনওই আদালতে হাজিরা দেননি। ২০০৪ সালে ওই ৬ অভিযুক্তকে পলাতক বলে ঘোষণা করে আদালত। অন্য নাম ব্যবহার করে মালাড পূর্ব এলাকায় গত ১৮ বছর ধরে বাস করছেন মনসুরি। এ কথা জানার পরই অভিযানে নামে পুলিশ। তার পরই শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।