Crime

দুই গাড়িতে পাচার করা হচ্ছিল ৫০ কোটি টাকার মাদক, তল্লাশি চালাতেই পর্দাফাঁস

মায়ানমার থেকে মাদক পাচার করা হচ্ছিল বলে দাবি করেছে পুলিশ। এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ ১৮:২৭
Share:

মাদক পাচারের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।

অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে অসমের কাছাড় জেলায়। মাদক পাচারের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাট্টা জানিয়েছেন, শনিবার রাতে আইজল থেকে শিলচরের দিকে যাচ্ছিল দু’টি গাড়ি। ওই গাড়িগুলিতে মাদক নিয়ে যাওয়ার খবর আগাম পায় পুলিশ। সেই মতো এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।

দু’টি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই মাদক উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় দু’লক্ষ ইয়াবা ট্যাবলেট। মায়ানমার থেকে মিজোরাম হয়ে ওই মাদক আনা হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৫০ কোটি টাকা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মাদক পাচারের এটা বড় চক্র। এই চক্রে আরও অনেকে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। বাকি অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement