থানা বসে রয়েছেন রানা দম্পতি ছবি টুইটার
তাঁর এবং তাঁর স্বামীর সঙ্গে থানায় ‘অমানবিক আচারণ’ করেছে পুলিশ। জল চাইলে, সারারাত এক ফোঁটা জল দেওয়া হয়নি। এমনই অভিযোগ করেছিলেন মুম্বইয়ের অমরাবতীর সাংসদ নবনীত রানা। মঙ্গলবার সকালে থানায় বসে তাঁদের চা খাওয়ার ভিডিয়ো শেয়ার করলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে।
থানায় তাঁদের উপর ‘অমানবিক অত্যাচার’ করা হয় বলে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লেখেন নবনীত। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়ির সামনে হনুমান চল্লিশা পড়ার হুমকি দিয়েছিলেন। জাতপাতের কারণে তাঁর সঙ্গে থানায় দুর্ব্যবহার করা হয়েছিল বলে তিনি পাল্টা অভিযোগ করেন।
স্পিকারকে চিঠিতে অভিযোগ করেন, ‘আমি রাতে একাধিক বার জল চাইলেও এক ফোঁটা জল দেওয়া হয়নি। আমার শুনে খুব আশ্চর্য লেগেছে, এক পুলিশ আধিকারিক বলেন, যেহেতু আমি তফসিলি জাতির লোক, তাই আমাকে থানার কোনও গ্লাসে জল দেওয়া যাবে না।’
তিনি আরও অভিযোগ করে লেখেন, ‘এমনকি থানার লকআপে আমার সঙ্গে পশুর মতো আচরণ করা হয়।’ তিনি মুম্বইয়ের পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।
পুলিশ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা অভিযোগ দায়ের করে। যার অর্থ, দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে তিনি সরকারি কর্মীর কাজে বাধা দিয়েছেন।
এর পর মঙ্গলবার একটি সিসিটিভি ভিডিয়ো টুইট করেন মুম্বইয়ের পুলিশ কমিশনার। সেখানে দেখা যাচ্ছে নবনীত রানা এবং তাঁর বিধায়ক স্বামী রবি রানা থানায় বসে চা খাচ্ছেন। কমিশনার সঞ্জয় পোস্টটির ক্যাপশন দেন , ‘আর আমাদের কিছু বলতে হবে কি?’
প্রসঙ্গত, নবনীতের অভিযোগের ভিত্তিতে লোকসভার সচিবালয় মহারাষ্ট্র সরকারের কাছে রিপোর্ট চেয়েছে।