—প্রতিনিধিত্বমূলক চিত্র।
শহরতলির ব্যস্ত এলাকা থেকে রাতারাতি ‘গায়েব’ হয়ে গিয়েছে ৯০ ফুট দীর্ঘ আস্ত একটি লোহার সেতু। অভিযোগ, মুম্বইয়ের শহরতলি থেকে ওই ৬,০০০ কেজি ওজনের সেতুটিকে গ্যাসকাটার দিয়ে কেটে চুরি করেছেন সেটির নির্মাণ সংস্থার এক কর্মী। এ অভিযোগে ওই কর্মী-সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সংবাদমাধ্যমে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মলাড (ওয়েস্ট) এলাকায় গত এপ্রিলে একটি বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার কাজ চলছিল। সে সময় বিদ্যুতের অজস্র কেব্ল বহনের জন্য একটি নালার উপর ওই অস্থায়ী সেতু নির্মাণ করা হয়েছিল। তবে পরে সেখানে স্থায়ী সেতু গড়া হলে অস্থায়ী সেতুটিকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। জুনের গোড়ায় সেটিকে শেষ বার দেখেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়েরা। ২৬ জুন বাঙ্গুর নগর থানায় ওই সেতুটি গায়েব হওয়ার অভিযোগ দায়ের করে ওই বিদ্যৎ সংস্থাটি।
তদন্তে নেমে পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, সেখানে কোনও সিসি ক্যামেরা নেই। ফলে ঘটনাস্থলের আশপাশের সিসি টিভির ফুটেজ় সংগ্রহ করেন তাঁরা। সেই ফুটেজ় খতিয়ে দেখা গিয়েছে, ১১ জুন একটি বিশাল ট্রাক ওই সেতুটির দিকে এগোচ্ছে। ওই ট্রাকের নম্বরের মাধ্যমে সেটির খোঁজ পাওয়া যায় বলে জানিয়েছেন এক পুলিশকর্তা। তিনি বলেন, ‘‘ট্রাকে একাধিক গ্যাসকাটার যন্ত্র ছিল। সেগুলি দিয়েই ওই লোহার সেতুটিকে কেটে নেন অভিযুক্তেরা।’’