Ambedkar Remarks Row

কংগ্রেস নেতাদের পাঠানো হচ্ছে নোটিস! অম্বেডকর নিয়ে শাহের মন্তব্যের ভিডিয়ো পোস্টের কারণে

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭
Share:

অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব অম্বেডকর সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্য আড়াল করতে বিজেপি তৎপর হয়েছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। দলের অভিযোগ, তাঁদের দলের যে নেতা-নেত্রীরা সংসদে শাহের বিতর্কিত মন্তব্যের ভিডিয়ো ক্লিপ এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন, তাঁদের নোটিস পাঠানো হয়েছে।

Advertisement

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় শাহ বলেন, ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর...। এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফার দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী ধর্না বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। অন্য দিকে, শাহের বিরুদ্ধে রাজ্যসভায় স্বাধিকারভঙ্গের নোটিস দিয়েছে তৃণমূল। শাহের মন্তব্যকে বিজেপির ‘দলিত-বিরোধী মনোভাব’-এর পরিচয় বলে আক্রমণ শানিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কংগ্রেসের অভিযোগ, তাঁদের যে নেতা-নেত্রীরা শাহের ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছিলেন তাঁদের নোটিস পাঠিয়েছেন এক্স কর্তৃপক্ষ। অভিযোগ তোলা হয়েছে ভিডিয়ো ‘এডিট’ করার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাপেই এই পদক্ষেপ বলে বৃহস্পতিবার রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গের দল অভিযোগ তুলেছে। তাদের দাবি, সমাজমাধ্যম আইন অনুযায়ী কোনও ভিডিয়ো বিকৃত করা হয়ে থাকলে তা প্রকাশে বাধা রয়েছে। কিন্তু নির্বাচিত অংশ পোস্ট করতে কোনও বাধা নেই। তবুও এক্স কর্তৃপক্ষ নোটিস পাঠিয়েছেন।

Advertisement

অম্বেডকর সম্পর্কে বিতর্কিত মন্তব্য নিয়ে শাহ নিজেও পাল্টা আক্রমণের রণনীতি নিয়েছেন। বুধবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকি, যাঁরা সমাজমাধ্যমে এডিট করা ভিডিয়ো পোস্ট করছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। কিন্তু গোটা বিষয়ে যে বিজেপি চাপে পড়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সক্রিয়তাতেই স্পষ্ট হয়েছে বলে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের দাবি। মোদী তাঁর এক্স হ্যান্ডলে বুধবার লেখেন, ‘‘কংগ্রেস যদি ভাবে, এই অপপ্রচার করে তাদের কুকীর্তি ঢাকতে পারবে, তা হলে ভুল করছে। কংগ্রেস গান্ধী পরিবারের নেতৃত্বে অম্বেডকরকে বার বার অপমান করেছে।’’ বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রীর এই বক্তব্য আসলে অম্বেডকর-অবমাননা আড়াল করার মরিয়া চেষ্টা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement