coronavirus

১০ দিনের মধ্যে করোনা সংক্রমণ না কমলে ফের কি লকডাউন মুম্বইয়ে

শেষ কয়েকদিন ধরেই মুম্বইয়ে দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। শেষ ৪ মাসের বিচারে সর্বোচ্চ সংক্রমণের মুখে পড়েছে বন্দর শহর।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ২০:১৯
Share:

ছবি: পিটিআই

মুম্বইয়ে আবারও হতে পারে লকডাউন। যদি আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে শহরে সংক্রমণের মাত্রা না কমে, তা হলে ফের লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন উদ্ধব সরকারের এক মন্ত্রী।

Advertisement

শেষ কয়েকদিন ধরেই মুম্বইয়ে দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। শেষ ৪ মাসের বিচারে সর্বোচ্চ সংক্রমণের মুখে পড়েছে বন্দর শহর। সেই পরিস্থিতিতে নানারকম কড়াকড়ি করেছে প্রশাসন। তারপরেও সংক্রমণ কমছে না। তাই প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, প্রাথমিক ভাবে নানারকম বিধিনিষেধ আরোপ করা হবে। মাস্ক না পরলে জরিমানা করা হবে, বিয়ে বাড়ি-সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরপরেও যদি দেখা যায় কোনওভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না তাহলে লকডাউনের পথে হাঁটবে প্রশাসন।

একটি জাতীয় সংবাদমাধ্যমে উদ্ধব-মন্ত্রিসভার সদস্য নাম না করে জানিয়েছেন, ইতিমধ্যে এই নিয়ে বিস্তারিত কথা হয়েছে মন্ত্রীদের মধ্যে। সেখানে সিদ্ধান্ত হয়েছে, যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে লকডাউন করা হবে। তবে সবটাই নির্ভর করছে সাধারণ মানুষের উপর। যদি সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলেন, নিয়মিত মাস্ক পরেন, ও ধীরে ধীরে আবার করোনা পরীক্ষার পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় ও করোনার টিকা সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া যায়, তাহলেই সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে।

Advertisement

সরকার সূত্রে লকডাউনের ইঙ্গিত দিলেও, বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত লকডাউন ঘোষণা করার কোনও পরিকল্পনা নেই প্রশাসনের। আপাতত সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সতর্ক হওয়ার আবেদন জানাবে সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement