Mumbai

২৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মুম্বইয়ের আবাসন নির্মাণ ব্যবসায়ী, মিলেছে সুইসাইড নোটও

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ নিজের বাড়ির জিমের বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন পরশ। মুম্বইয়ের শান্তিকমল হাউজিং সোসাইটির একটি আবাসনে থাকতেন তিনি। তার ২৩ তলায় ছিল জিম।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৪:৫০
Share:

আত্মঘাতী আবাসন নির্মাণ ব্যবসায়ী। —ফাইল ছবি

২৩ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মুম্বইয়ের আবাসন নির্মাণ ব্যবসায়ী পরশ পোরওয়াল (৫৭)। একটি আবাসনের ২৩ তলায় অবস্থিত জিম থেকে নীচে ঝাঁপ দিয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ নিজের বাড়ির জিমের বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন পরশ। মুম্বইয়ের চিঞ্চপোকলি স্টেশনের অদূরে শান্তিকমল হাউজিং সোসাইটির একটি আবাসনে থাকতেন তিনি। তার ২৩ তলায় ছিল জিম। ভোরবেলা তাঁর দেহ দেখতে পেয়ে পথচলতি মানুষ পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে।

দীর্ঘ দিন ধরে মুম্বইয়ে আবাসন নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন পরশ। নানা মহলে তাঁর পরিচিতিও ছিল সেই সূত্রে। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে লেখা ছিল, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। এই মৃত্যুর জন্য কাউকে কোনও রকম জিজ্ঞাসাবাদও যেন করা না হয়। পরশের দেহ উদ্ধার করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

কেন তাঁকে এই চরম সিদ্ধান্ত নিতে হল, হঠাৎ কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তদন্ত করে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement