কাশ্মীরে মোতায়েন ‘আর্মিম্যান’ ধোনি

২০১১ সালেই সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদ পেয়েছিলেন ধোনি। এ বার সরাসরি প্রশিক্ষণে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০১৯ ০২:৪৫
Share:

প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে ধোনি। ফাইল চিত্র

আপাতত ক্রিকেট থেকে ছুটিতে তিনি। টেরিটোরিয়াল আর্মির সদস্য হিসেবে আগামী কয়েক দিন কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে কাজ করবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।

Advertisement

২০১১ সালেই সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলের পদ পেয়েছিলেন ধোনি। এ বার সরাসরি প্রশিক্ষণে। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, এ মাসের শেষেই জম্মু-কাশ্মীরে প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে কাজ করার কথা তাঁর। তাই ভারতীয় ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না ধোনি।

সূত্রের খবর, ৩১ জুলাই থেকে ১৫ অগস্ট পর্যন্ত কাশ্মীরে বাহিনীর অন্যান্য জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের হয়ে কাজ করতে দেখা যাবে ধোনিকে। প্যারাশুট রেজিমেন্টের সঙ্গে প্রশিক্ষণ নেবেন তিনি। টহলদারি বা পাহারার জন্য মোতায়েন দলেও যোগ দেবেন।

Advertisement

বিশ্বকাপের পরেই কি ক্রিকেট-জীবন থেকে অবসর! এ নিয়ে বিস্তর জল্পনা চলেছে সেই বিশ্বকাপের সময় থেকেই। সে নিয়ে অবশ্য কোনও কথা বলেননি মাহি। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে সেনাবাহিনীর চিহ্ন আঁকা গ্লাভস পরে খেলতে নেমেছিলেন ধোনি। সে নিয়েও কম জলঘোলা হয়নি।

খেলা থেকে অবসরের পরে রাজনীতিতে যোগ দিতে চলেছেন ভারতের এই প্রাক্তন অধিনায়ক, এমন জল্পনা এখনও বাতাসে। হাওয়ায় শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরেই যেতে চলেছেন মাহি। আর সমালোচকদের একাংশ মনে করছেন, রাজনীতিতে নামার আগে এ ভাবেই জাতীয়তাবাদের আঁচে গা গরম করে নিচ্ছেন মাহি।

তা ছাড়া সম্প্রতি আম্রপালী গোষ্ঠীর সঙ্গে বেআইনি লেনদেনে নাম জড়ায় ধোনির সংস্থার। ২০০৯-১৬ সাল পর্যন্ত ওই গ্রপের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও ছিলেন তিনি। মঙ্গলবার আম্রপালী গোষ্ঠীর অনুমোদন বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে অস্বস্তিতে পড়েন ধোনি। কোনও বেআইনি লেনদেনের কথা অস্বীকার করেছে ধোনির সংস্থা। কিন্তু অনেকের মতে, তাঁর ভাবমূর্তি ঠিক করতে সেনাবাহিনীর চেয়ে ভাল বিকল্প নেই। অনেকের আবার দাবি, মাহির এই পদক্ষেপ অনেক তরুণকেই সেনাবাহিনীতে যোগ দিতে উদ্বুদ্ধ করবে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement