ভারতকে খ্রিস্টান দেশ করার চক্রান্তে লিপ্ত ছিলেন টেরেজা: আদিত্যনাথ

ফের বিতর্কে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। মাদার টেরেজা সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিলেন বলে দাবি করলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ। বললেন, ভারতকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ২২:৩০
Share:

যোগী আদিত্যনাথ।

ফের বিতর্কে বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। মাদার টেরেজা সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিলেন বলে দাবি করলেন গোরক্ষপুরের বিজেপি সাংসদ। বললেন, ভারতকে খ্রিস্টান রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত হয়েছিল।

Advertisement

উত্তরপ্রদেশের বসতিতে রামকথা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নোবেলজয়ী মাদার টেরেজা সম্পর্কে শনিবার বেশ কিছু ‘বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করেছেন আদিত্যনাথ। তিনি বলেন, ‘‘ভারতকে খ্রিস্টান দেশে পরিণত করার চক্রান্তের অংশ ছিলেন মাদার টেরেজা। উত্তর-পূর্ব ভারতে মানুষকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জেরে অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় বিচ্ছিন্নতবাদী আন্দোলন শুরু হয়ে গিয়েছে।’’ উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে বিজেপি সাংসদ তথা উত্তরপ্রদেশের গোরক্ষপুর মঠের প্রধান যোগী আদিত্যনাথ বলেন, ‘‘আপনারা জানেন না উত্তর-পূর্ব ভারতের পরিস্থিতি কী? ওই অঞ্চলে গেলে জানতে পারবেন সেখানে কী অবস্থা চলছে।’’

বিভিন্ন সময়েই কট্টরবাদী মন্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন আদিত্যনাথ। একাধিকবার তাঁর মন্তব্য অস্বস্তিতে ফেলেছে বিজেপি নেতৃত্বকেও। তবে গোরক্ষপুর মঠের অধ্যক্ষ দলীয় সতর্কবার্তার তোয়াক্কা কোনও দিনই তেমন করেন না। তাৎপর্যপূর্ণ ভাবে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে শুরু করার সঙ্গে সঙ্গেই সুর চড়াতে শুরু করেছেন আদিত্যনাথ। বিজেপির তরফে তাঁকে সতর্ক করার কোনও উদ্যোগও নেওয়া হয়নি। কিছু দিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবতও মাদার টেরেজা সম্পর্কে একই মন্তব্য করেছিলেন।

Advertisement

আরও পড়ুন: মাল্য, ললিত নিয়েও বিরোধ সুষমা-জেটলির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement