Morbi Bridge Collapse

মোরবীর সেতু বিপর্যয়ের দায় কার? চার্জশিট পুলিশের, মূল অভিযুক্ত দেখভাল সংস্থার মালিক

ওরেভা গোষ্ঠীর প্রোমোটার এবং অজন্তা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ ঘটনার পর থেকেই ফেরার। গত সপ্তাহে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মোরবীর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট।

Advertisement

সংবাদ সংস্থা

মোরবী শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ১৫:২১
Share:

চার্জশিটে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে সংরক্ষণকারী সংস্থার প্রধান জয়সুখ পটেলের। — ফাইল ছবি।

গুজরাতে মোরবী সেতু ভেঙে পড়ার পর তিন মাস কেটে গিয়েছে। দু্র্ঘটনা নিয়ে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাতে মূল অভিযুক্ত হিসাবে নাম রয়েছে, সেতুর রক্ষণাবেক্ষণকারী সংস্থার প্রধান জয়সুখ পটেলের।

Advertisement

ওরেভা গোষ্ঠীর প্রোমোটার এবং অজন্তা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ ঘটনার পর থেকেই ফেরার। গত সপ্তাহে তাঁর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মোরবীর মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। ১৬ জানুয়ারি আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন জয়সুখ। এ বার ১,২৬২ পাতার চার্জশিটে তাঁকেই মূল অভিযুক্ত হিসাবে জানিয়েছে পুলিশ। এও জানিয়েছে, তিনি ‘ফেরার’। পুলিশ আধিকারিক অশোক যাদব বলেন, ‘‘তাঁকে শীঘ্র গ্রেফতারের জন্য সব রকমের পদক্ষেপ করা হচ্ছে। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি।’’

সংস্কারের জন্য বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি মোরবী সেতু। খোলার চার দিনের মাথায় ৩০ অক্টোবর মাচ্ছু নদীর উপর ওই সেতু ভেঙে পড়ে। মারা যান ১৩৫ জন। দুর্ঘটনার সময় সেতুর উপর ছিলেন ৩০০ জন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অত জনের ভার রাখতে পারেনি বলে পুরনো সেতুটি ভেঙে পড়ে। ক্রমে তদন্তে জানা যায়, সেতুর সংস্কারে খামতি ছিল। সে কারণেই বিপর্যয়। সংস্কারের দায়িত্বে ছিল ওরেভা সংস্থা। যারা অজন্তা ব্র্যান্ডের ঘড়ি তৈরি করে। সেই সংস্থার প্রধানেরই নাম রয়েছে চার্জশিটে। এখন পর্যন্ত ঘটনায় ন’জনকে গ্রেফতার করেছে মোরবী পুলিশ। দশম অভিযুক্ত জয়সুখ এখনও ফেরার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement