গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে ফোনে যোগাযোগ রাখতেন আজারবাইজানে আটক সচিন। ফাইল ছবি।
পুলিশের বড় সাফল্য। আজারবাইজানে আটক পঞ্জাবের গায়ক, রাজনীতিবিদ সিধু মুসে ওয়ালা খুনে অন্যতম অভিযুক্ত সচিন থাপান। এমনটাই দাবি করেছে পঞ্জাব পুলিশের। গ্যাংস্টার গোল্ডি ব্রারের সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছিলেন সচিন।
পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব বলেন, ‘‘গোল্ডি ব্রারের সঙ্গে ফোনে যোগাযোগ রাখা সচিন থাপানকে আজারবাইজানে আটক করা হয়েছে। এ কাজে আমাদের সাহায্য করেছে ভারত সরকার।’’
পুলিশ সূত্রে খবর, সচিন এবং গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই অনমোল বিষ্ণোই মুসে ওয়ালার খুনের আগেই ভুয়ো পাসপোর্টের সাহায্যে ভারত থেকে পালিয়ে যায়। গৌরব বলেন, ‘‘প্রথমে তারা দুবাইয়ে পালিয়ে যায়। ভারত সরকার এবং তার বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে আমরা তাকে আজারবাইজানে চিহ্নিত করি। আইনি দিক খতিয়ে দেখে আমরা আশাবাদী তাঁকে খুব দ্রুত ভারতে ফেরত আনা সম্ভব হবে।’’
এ বছরের ২০ মে, পঞ্জাবের মানসা জেলায় গায়ক, রাজনীতিবিদ মুসে ওয়ালাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঠিক তার আগের দিন পঞ্জাবে ৪২৪ জনের নিরাপত্তা তুলে নেয় সরকার। তার পরেই এই ঘটনা। প্রসঙ্গত, মুসে ওয়ালা গত বছর ডিসেম্বরে বিধানসভা ভোটের ঠিক আগে কংগ্রেসে যোগ দেন।
মানসা জেলার পুলিশ এ ব্যাপারে চার্জশিটে মোট ৩৪ জনের নাম দেয়। তার মধ্যে ৮ জন এখনও অধরা। মানসা পুলিশের এসএসপি গৌরব তুরা বলেন, ‘‘এখনও পর্যন্ত এই মামলায় অভিযুক্ত চার জন বিদেশে পালিয়ে রয়েছেন। ৮ জনকে এখনও গ্রেফতার করা বাকি।’’