Weather Report

অবশেষে কেরল হয়ে বর্ষা ঢুকল দেশে, জানাল মৌসম ভবন, দক্ষিণের দুই রাজ্যে বৃষ্টি শুরু

সচরাচর ১ জুন কেরল হয়ে দেশের মূল ভূখণ্ডে ঢোকে বর্ষা। তার পর ধাপে ধাপে ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে নানা কারণে বর্ষার আগমনে অনেক সময়ই বিলম্ব ঘটে। কোনও বছর বর্ষা সময়ের আগেই চলে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ জুন ২০২৩ ১৫:২৬
Share:

—প্রতীকী ছবি।

অবশেষে কেরলে বর্ষা ঢোকার কথা জানাল মৌসম ভবন। এর আগে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শুক্রবার দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢুকতে পারে বর্ষা। তবে তার এক দিন আগে, বৃহস্পতিবারই কেরলে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপই বর্ষার আগমনকে ত্বরান্বিত করেছে বলে মনে করছে হাওয়া অফিস। আগামী দু’দিন লক্ষদ্বীপ, কেরল এবং উপকূলবর্তী কর্নাটকে ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement

সচরাচর ১ জুন কেরল দিয়ে দেশের মূল ভূখণ্ডে ঢোকে বর্ষা। তার পর ধাপে ধাপে ছড়িয়ে পড়ে সারা দেশে। তবে নানা কারণে বর্ষার আগমনে অনেক সময়ই বিলম্ব ঘটে। কোনও কোনও বছর বর্ষা সময়ের আগেই চলে আসে কেরল উপকূলে। তবে আবহবিদেরা জানাচ্ছেন, কেরলে দেরিতে বর্ষা এলেও সারা দেশে বৃষ্টির পরিমাণে তার প্রভাব পড়ার কথা নয়।

গত বছর সময়ের আগেই ঢুকেছিল বর্ষা (২৯ মে)। ২০২১ সালে বর্ষা ঢুকেছিল ৩ জুন। ২০২০ সালে অবশ্য ক্যালেন্ডার অনুসরণ করেই কেরলে বর্ষা ঢুকেছিল। আবার ২০১৯ সালে চলতি বছরের মতোই ৮ জুন দেশে বর্ষা ঢুকেছিল। প্রবল গরমে কাহিল উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ। এই পরিস্থিতিতে সারা দেশে বর্ষা কখন সক্রিয় হয়, তা জানতে উদ্‌গ্রীব সকলেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement