monkey

Monkey: তিন তলা বাড়ির ছাদ থেকে শিশুকে ছুড়ে ফেলল বাঁদর, মৃত্যু চার মাসের ছেলের

বাবার কোলে ছিল চার মাসের শিশুটি। আচমকাই চড়াও হয় এক দল বাঁদর। তিন তলা বাড়ির ছাদ থেকে শিশুটিকে নীচে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ২২:২৭
Share:

শিশুকে ছাদ থেকে ছুড়ে ফেলল বাঁদর। — ফাইল ছবি।

তিন তলা বাড়ির ছাদ থেকে চার মাসের শিশুকে নীচে ছুড়ে ফেলল বাঁদর। মৃত্যু হল শিশুটির। উত্তরপ্রদেশের বরেলির ঘটনা।

Advertisement

বরেলির বনপাল ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। তার পরেই সেখানে বন দফতরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে।

জানা গিয়েছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)। বরেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী এবং তিনি চার মাসের ছেলে কোলে ছাদে ঘুরছিলেন। তখনই এক দল বাঁদর ছাদে এসে চড়াও হয়। বাঁদরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। কাজ হয়নি।

Advertisement

বাঁদরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই শিশুটি তাঁর হাত থেকে পড়ে যায়। নির্দেশ তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বাঁদর। তার পর ছাদ থেকে নীচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement