জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা মোদীর

রাজনীতির আঙিনায় তাঁদের প্রায়শই দেখা যায় এক অপরকে কটাক্ষ করতে। ‘ভালবেসে’ এক জন অন্য জনকে ‘যুবরাজ’ বলেও ডাকেন। তাঁর সেই প্রিয় যুবরাজের জন্মদিনেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর জন্মদিনে টুইটারে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ১৫:৪১
Share:

রাজনীতির আঙিনায় তাঁদের প্রায়শই দেখা যায় এক অপরকে কটাক্ষ করতে। ‘ভালবেসে’ এক জন অন্য জনকে ‘যুবরাজ’ বলেও ডাকেন। তাঁর সেই প্রিয় যুবরাজের জন্মদিনেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীর জন্মদিনে টুইটারে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন মোদী। উত্তরে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন রাহুলও।

Advertisement

অজ্ঞাতবাস কাটিয়ে ফিরে নতুন অবতারে হাজির হয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে বেশ অস্বস্তিতেই রেখেছেন কংগ্রেসের সহ-সভাপতি। নিশানা করেছেন খোদ প্রধানমন্ত্রীকেও। বিগত কয়েক মাসের সেই বাক্‌বিতণ্ডা, বিতর্ককে দূরে সরিয়ে রেখে এ দিন রাহুলকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৪৫-এ পা দিলেন রাহুল। টুইটারে কংগ্রেস সহ-সভাপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।” প্রত্যুত্তরে সোশ্যাল মিডিয়াতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।


জন্মদিনে কর্মী-সমর্থকদের মাঝে। পিটিআইয়ের তোলা ছবি।

Advertisement

রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো করুণানিধিও। টুইটারে রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন করুণা-পুত্র স্তালিনও।

বহু বছর বিদেশেই তাঁকে জন্মদিন উদ্‌যাপন করতে দেখা গেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ উল্টো ছবি। এ বারের জন্মদিন দিল্লিতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। সকাল থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে সাজ সাজ রব। প্রায় ৪৫ কেজি ওজনের কেক, ফুল নিয়ে দলে দলে সমর্থকেরা হাজির হন রাহুলের বাসভবনের সামনে। নয়াদিল্লিতে ১২ নম্বর তুঘলক লেনে, রাহুলের বাংলোর সামনে বাজি ফাটিয়ে তাঁরা কংগ্রেসের সহ-সভাপতির জন্মদিন পালন করেন। ছেলের জন্মদিনে তাঁর সঙ্গে দেখা করতে রাহুলের বাসভবনে যান কংগ্রেস সুপ্রিমো সনিয়া গাঁধীও।


টুইটার বার্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement