—প্রতীকী ছবি।
আমরা বারো মাসই বিভিন্ন ভাবেই দেব-দেবীর পুজো ও আরাধনা করে থাকি। তবে বিশেষ তিথি-নক্ষত্রে বা বিশেষ দিনক্ষণে পুজো করার ফলে নানা সুফল প্রাপ্তি হয়। যে কোনও পুজো সম্পন্ন করার জন্য বিশেষ কিছু আচার ও রীতি পালন করতে হয়। পুষ্পাঞ্জলিও তেমনই একটি রীতি। এই প্রথায় পুষ্প অঞ্জলির মাধ্যমে দেবতার পুজো বা আরাধনা করা হয়। দেবী দুর্গার পুজোর প্রত্যেক দিনই গুরুত্বপূর্ণ হলেও, মহাষ্টমীর পুজোকে আমরা সকলেই বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। দেখে নেওয়া যাক বিভিন্ন পঞ্জিকা মতে মহাষ্টমীর তিথিতে পুষ্পাঞ্জলির জন্য কোন সময় শুভ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে-
অষ্টমী তিথি আরম্ভ –
বাংলা– ২৪ আশ্বিন, বৃহস্পতিবার।
ইংরেজি – ১০ অক্টোবর, বৃহস্পতিবার।
সময় – সকাল ১২টা ৩৩ মিনিট।
অষ্টমী তিথি শেষ –
বাংলা– ২৫ আশ্বিন, শুক্রবার।
ইংরেজি– ১১ অক্টোবর, শুক্রবার।
সময় – সকাল ১২টা ৭ মিনিট।
সকাল ৯টা ২৭ মিনিটের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ এবং অষ্টমীবিহিত পুজো শেষ হয়ে যাচ্ছে।
অমৃতযোগ সকাল ৭টা ৯ মিনিট থেকে ৯টা ২৭ মিনিট পর্যন্ত। এই সময়কালে দেবী দুর্গার অষ্টমী তিথির পুষ্পাঞ্জলির বিশেষ শুভ সময় হলেও অষ্টমী তিথির মধ্যে পুষ্পাঞ্জলির দ্বারা দেবীর পুজো এবং আরাধনায় কোনও বাধা নেই।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে -
অষ্টমী তিথি আরম্ভ–
বাংলা- ২৩ আশ্বিন, বৃহস্পতিবার।
ইংরেজি– ১০ অক্টোবর, বৃহস্পতিবার।
সময়– সকাল ৭টা ২৩ মিনিট ৪৬ সেকেন্ড।
অষ্টমী তিথি শেষ–
বাংলা– ২৪ আশ্বিন, শুক্রবার।
ইংরেজি– ১১ অক্টোবর, শুক্রবার।
সময়– সকাল ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড।
অষ্টমী তিথি অনুসারে সকাল ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে, কিন্তু সন্ধিপুজো অনুসারে সকাল ৬টা ২২ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টম্যাদি কল্পারম্ভ মহাষ্টমী বিহিত পুজো শেষ হবে।
সকাল ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ২০ মিনিট ৪৮ সেকেন্ড দেবী দুর্গার অষ্টমী তিথির পুষ্পাঞ্জলির শুভ সময় হলেও, অষ্টমী তিথির মধ্যে যে কোনও সময় পুষ্পাঞ্জলির দ্বারা দেবীর পুজো এবং আরাধনায় কোনও বাধা নেই।