চেন্নাইতে একটি অনুষ্ঠানে মঞ্চে বসে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন দাবি তুললেন, হিন্দির মতো তামিলকেও সরকারি ভাষা করা হোক।
২০২১ সালে রাজ্য ক্ষমতার আসার পর থেকে লাগাতার তামিলকে প্রশাসনিক এবং সরকারি ভাষা করার দাবি জানিয়ে আসছেন স্ট্যালিন। সেই দাবিকে প্রধানমন্ত্রী সামনেই ফের একবার তুললেন তিনি। তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘হিন্দির মতো তামিলকে সরকারি ভাষা করুন। মাদ্রাজ হাই কোর্টের সরকারি ভাষা করুন।’’
নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে কোনও কথা না বললেও তিনি তামিলকে ‘শাশ্বত’ ভাষা হিসাবে উল্লেখ করেন।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতায় থাকাকালীন তামিলকে ‘ধ্রুপদী ভাষার’ মর্যাদা দেওয়া হয়েছিল।
স্ট্যালিন তাঁর বক্তব্যে জাতীয় প্রবেশিকা এবং যোগ্যতা পরীক্ষা (এনইইটি) থেকে অব্যাহতি দেওয়ার জন্য তামিলনাড়ু বিধানসভায় পাস করা বিলটিকে স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রে আবেদন করেন। এই বিলটি নিয়েও দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। বিধানসভার বিলটি পাশ হাওয়ার পর রাজ্যপাল এখনও তা রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠাননি।