MK Stalin

MK Stalin: ‘নিট’ সংঘাত আরও তীব্র, রাজ্যপালকে ‘পোস্টম্যান’ বললেন এম কে স্ট্যালিন

এ প্রসঙ্গে স্ট্যালিনের প্রশ্ন, ‘‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপাল যদি সরকারের কাজে নাকগলায় তা হলে কী ওই রাজ্য সরকারগুলি চুপ করে থাকে? যদি চুপ থাকে তা হলে আমি অবাকই হব।’’         

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ০৬:৩৮
Share:

এম কে স্ট্যালিন। ফাইল চিত্র।

রাজ্যপাল আর এন রবির সঙ্গে সংঘাত আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এ বার সংঘাতের বিষয় ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট (নিট)-বিরোধী বিল। এই সংঘাতের আবহে রাজ্যপালকে ‘পোস্টম্যান’ বললেন তিনি। গত কাল এক সমাবেশে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যপালের কাজটা পোস্টম্যানের মতো হওয়া উচিত।’’

Advertisement

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের উপাচার্য নিয়োগের ক্ষমতা কেড়ে নিতে বিল পেশ হয়েছে তামিলনাড়ু বিধানসভায়। এ বার নিট-বিরোধী বিল নিয়েও আর এন রবির সঙ্গে সরাসরি সংঘাতের পথে স্ট্যালিন। বিধানসভায় দু’বার পাশ হওয়া নিট-বিরোধী বিল ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল। আর তাতেই বেজায় চটেছে তামিলনাড়ুর ডিএমকে নেতৃত্বাধীন সরকার। গত কাল নিট-বিরোধী সভার ডাক দিয়েছিল দ্রাবিড় কাজগম। সেই সভায় রাজ্যপালকে তীব্র আক্রমণ করেন স্ট্যালিন। তিনি বলেন, ‘‘রাজ্যপালকে তো আমরা বলিনি বিলটি অনুমোদন করতে। রাজ্যপালের সেই এক্তিয়ারও নেই। আমরা শুধু বলেছি, বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠান।’’ এখানেই শেষ নয়। স্ট্যালিনের বক্তব্য, ‘‘রাজ্যপালের কাজটা হওয়া উচিত পোস্টম্যানের মতো। এমনকি, তিনি ডাক বিভাগের কাজটা করতেও নারাজ। যেটা তাঁর পদের সঙ্গে মানান সই নয়।’’

এর পরেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, এক জন ‘মনোনীত রাজ্যপাল’ কী ভাবে বিধানসভায় পাশ হওয়া একটি বিলকে ফেরত পাঠাতে পারেন। যে বিধানসভার সদস্যেরা আট কোটি জনতার ভোটে নির্বাচিত হয়েছেন? রাজ্যপাল রবিকে নিশানা করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আপনি কী মনে করেন, আপনি একটা বিরাট সাম্রাজ্য পরিচালনা করছেন?’’

Advertisement

কেন্দ্র নিট চালু করতে চাওয়ায় নরেন্দ্র মোদী সরকারেরও সমালোচনা করেছেন স্ট্যালিন। তাঁর মতে, নিট মেডিক্যাল শিক্ষাকে কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ করে দেবে। চিকিৎসা শাস্ত্রের আধুনিক জ্ঞান থেকে বহু পড়ুয়া দূরেই থেকে যাবে। রাজ্যপালের সঙ্গে স্ট্যালিন সরকারের বিবাদে প্রত্যাশিত ভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে বিজেপি। এ প্রসঙ্গে স্ট্যালিনের প্রশ্ন, ‘‘বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপাল যদি সরকারের কাজে নাকগলায় তা হলে কী ওই রাজ্য সরকারগুলি চুপ করে থাকে? যদি চুপ থাকে তা হলে আমি অবাকই হব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement