Murder

বড়লোক হওয়ার আশায় ছ’বছরের শিশুকে ‘বলি’! দিল্লিতে গ্রেফতার দুই শ্রমিক

জেরায় বিজয় খুনের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ‘প্রসাদ’ খেয়ে তাঁর মনে হয়েছিল কাউকে বলি দিলে বড়লোক হবেন। সে কারণেই শিশুটিকে তুলে এনে খুন করেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ২২:০৩
Share:

পুলিশ সূত্রে খবর, আর্থিক সঙ্গতি ফেরানোর আশায় শিশুটির গলা চিরে খুন করা হয়েছিল। —প্রতীকী ছবি

ছ’বছরের এক শিশুকে ‘বলি’ দেওয়ার অভিযোগ দিল্লির লোধী কলোনিতে। ঘটনায় গ্রেফতার দুই নির্মাণ কর্মী। পুলিশ সূত্রে খবর, আর্থিক সঙ্গতি ফেরানোর আশায় শিশুটির গলা চিরে খুন করা হয়েছিল।

Advertisement

অভিযুক্তদের নাম বিজয় কুমার। অমর কুমার। দু’জনেই বিহারের বাসিন্দা। দিল্লির লোধী কলোনিতে নির্মাণের কাজ করতেন। সেখানেই কাজ করতেন শিশুটির বাবা-মা। পুলিশ জানিয়েছে, মাদকাসক্ত অবস্থায় শিশুটিকে নিজেদের ঝুপড়িতে তুলে আনেন দু’জন। তার পর ভোঁতা কিছু জিনিস দিয়ে আঘাত করেন। পরে সব্জি কাটার ছুরি দিয়ে তার গলা কেটে দেন।

জেরায় বিজয় খুনের কথা স্বীকার করেছেন। জানিয়েছেন, ‘প্রসাদ’ খেয়ে তাঁর মনে হয়েছিল কাউকে বলি দিলে বড়লোক হবেন। সে কারণেই শিশুটিকে তুলে এনে খুন করেন। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ শিশুটি নিজের ঝুপড়ির দিকে যাচ্ছিল। তখন তাকে নিজেদের রান্নাঘরে ডেকে এনে খুন করে বিজয়, অমর।

Advertisement

শিশুটির বাবা অভিযোগ করে জানিয়েছেন, শনিবার রাতে ভজন শুনতে গেছিলেন। বাড়ি ফেরার সময় হয়ে এলেও ছেলেকে খুঁজে পাননি। সন্দেহ হওয়ায় অমরের ঝুপড়িতে যান। সেখানে খাটিয়ার তলা থেকে শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement