—ফাইল চিত্র।
গোবর নিয়ে আরও গবেষণা চান কেন্দ্রীয় পশুপালন, ডেয়ারি ও মৎস্যচাষ মন্ত্রী গিরিরাজ সিংহ। ১২টি রাজ্যের ভেটেরিনারি অফিসার ও পশুপালন সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠাগুলির উপাধ্যক্ষদের নিয়ে একটি কর্মশালায় গিরিরাজ বিজ্ঞানীদের এ দিকে নজর দেওয়ার কথা বলেন।
শুধুই গোভক্তি থেকে নয়, বাস্তব সমস্যা মোকাবিলার দাওয়াই হিসেবেই গোবর গবেষণার কথা বলেন তিনি। গোহত্যা নিষিদ্ধ। আবার দুধ দেওয়া বন্ধ হওয়ার পরে গরু গোয়ালে রাখলে আর্থিক ক্ষতি। তাই ছাড়া-গরু উত্তরপ্রদেশের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞানীরা যদি গোবর ও গোমূত্র থেকে অর্থকরী কিছু তৈরির পথ দেখাতে পারেন, তবে এ দু’টির জন্য বুড়ো গরু ছেড়ে দেওয়ার প্রবণতা কমবে বলে মনে করেন গিরিরাজ। অর্থনীতিরও উপকার হবে এতে।
আরও পড়ুন: মোদী-শাহের বিরুদ্ধে মুখ খোলায় হাবিবকে আইনি নোটিস আইনজীবীর