সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। —ফাইল ছবি।
লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনাকে ইজ়রায়েলের ‘মাস্টারস্ট্রোক’ বলে অভিহিত করলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার ‘চাণক্য ডিফেন্স ডায়লগ’ শীর্ষক একটি আলোচনাসভায় অংশ নেন তিনি। সেখানেই তিনি জানান, এই ধরনের হামলার জন্য কয়েক বছরের প্রস্তুতির প্রয়োজন। সেনাপ্রধানের কথায়, “ইজ়রায়েল একটু অন্য রকম কাজ করেছে। প্রথমে তাঁরা হামাসকে নিকেশ করেছে। তার পর তারা অন্য দিকে (হিজ়বুল্লা) নজর দিয়েছে।”
পেজার কী? পেজার হল যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি ডিভাইস। মোবাইল ফোনের বিকল্প হিসাবে পেজারের ব্যবহার হয়ে থাকে। সাধারণত বিভিন্ন জঙ্গিগোষ্ঠী এই ডিভাইস ব্যবহার করে। লোকেশন ট্র্যাক করা যায় না এই পেজারে। হাতে বা পকেটে করে পেজার নিয়ে ঘোরা যায়। সেই পেজারের মধ্যেই বিস্ফোরক রেখে বিস্ফোরণ ঘটানো হয়।
গত ১৭ সেপ্টেম্বর লেবাননে পেজার হামলা চালায় ইজ়রায়েল। সরকারি সূত্রে জানা যায়, এই হামলায় হিজ়বুল্লার একাধিক সদস্যের মৃত্যু হয়েছে। মৃতের তালিকায় ছিল এক কিশোরীও। ইরানের রাষ্ট্রদূত আহত হয়েছেন এই হামলায়, এমনই খবর দেয় সংবাদ সংস্থা এপি। পেজার হামলার দায় ইজ়রায়েলের চাপিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রাখে হিজ়বুল্লাও।