Fire

মহারাষ্ট্রের কারখানায় আগুন লেগে মৃত আট, নিখোঁজ তিন

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ রায়গড়ের মহাদে একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লাগে। মুম্বই থেকে ১৭০ কিলোমিটার দূরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ ২২:০১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মহারাষ্ট্রের রায়গড়ে ওষুধ তৈরির কারখানায় আগুন। এখন পর্যন্ত আট জনের দেহ উদ্ধার। তিন জন নিখোঁজ।

Advertisement

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টা নাগাদ রায়গড়ের মহাদে একটি ওষুধ তৈরির কারখানায় আগুন লাগে। মুম্বই থেকে ১৭০ কিলোমিটার দূরে। এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ৭টা পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত আরও চার জনের দেহ উদ্ধার হয়। বাকি তিন জনের খোঁজ চলছে।

দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিট থেকে সম্ভবত আগুন লেগেছে কারখানায়। সেখানে রাখা ছিল রাসায়নিকের ড্রাম। তাতে আগুন ধরে বিস্ফোরণ হয়। তার জেরে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে আগুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement