ধারের কারখানায় আগুন। ছবি: এক্স।
প্লাস্টিক পাইপের কারখানায় আগুন। মধ্যপ্রদেশের ধারের ঘটনা। মঙ্গলবার সকালে কারখানায় যখন আগুন লাগে, তখন ভিতরে কেউ ছিলেন না। সে কারণে কেউ হতাহত হননি।
মধ্যপ্রদেশের পিথমপুরে শিল্পাঞ্চলে রয়েছে এই কারখানা। সেখানে প্লাস্টিকের পাইপ তৈরি হয়। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ আগুন লাগে কারখানায়। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। ১০ কিলোমিটার দূরেও দেখা যায় কালো ধোঁয়া। স্থানীয়রা কারখানা কর্তৃপক্ষকে খবর দেন। স্থানীয় থানায়ও খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কারখানা কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টায় কর্মীরা কাজ করতে আসেন। মঙ্গলবার আগুন যখন লেগেছিল, তখন কারখানায় কেউ উপস্থিত ছিলেন না। পুলিশ সুপার অমিত মিশ্র জানিয়েছেন, সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। জলের পাশাপাশি বালি ফেলেও আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে।