Maoists

দু’টি ট্রাক পোড়াল মাওবাদীরা

সুকমা জেলার পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইত্তাপাড়ায় নির্মাণকাজে ব্যবহৃত দু’টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা।খবর পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডিআরজি-এর দল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০২৩ ০৫:২৫
Share:

সুকমা জেলায় মাওবাদীরা দু’টি ট্রাকে আগুন লাগায়। প্রতীকী ছবি।

ছত্তীসগঢ়ে মাওবাদী নাশকতা এবং পাল্টা পুলিশি অভিযান অব্যাহত। সুকমা জেলায় মাওবাদীরা আজ দু’টি ট্রাকে আগুন লাগায়। ওই মাওবাদী নাশকতায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে জেলা পুলিশ। গত কাল নারায়ণপুর জেলায় দুই মহিলা-সহ তিন জন মাওবাদীকে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

সুকমা জেলার পুলিশ প্রশাসনের তরফে আজ জানানো হয়েছে, ইত্তাপাড়ায় নির্মাণকাজে ব্যবহৃত দু’টি ট্রাকে আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। খবর পাওয়ার পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড(ডিআরজি)-এর দল। সুকমার পুলিশ সুপার সুনীল শর্মা জানিয়েছেন, ট্রাক দু’টি থেকে দু’জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করে ফুলবাগদি থানায় নিয়ে যাওয়া হয়।

ছত্তীসগড় পুলিশের তরফে গত কাল জানানো হয়েছে, নারায়ণপুর জেলায় ডিআরজি, রাজ্য পুলিশ এবং আইটিবিপি যৌথ অভিযান চালায়। ওই অভিযানে দুই মহিলা-সহ তিন জন মাওবাদীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। পুলিশের দাবি, ধৃতেরা বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনায় যুক্ত। অনেক ক্ষেত্রে এরা আইইডি-র মাধ্যমেও বিস্ফোরণ ঘটিয়েছে। গ্রেফতারের পরে ওই তিন জনকে আদালতে পেশ করা হয়। তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement