Love Affair

প্রেমিকার বাড়ির সামনে থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

নতুন বছরের প্রথম দিন ওই যুবক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সন্ধ্যায় যুবকের দেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৪:১৪
Share:

যুবক আত্মঘাতী হয়েছেন বলে দাবি করেছেন তরুণীর বাবা। প্রতীকী ছবি।

প্রেমিকার বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ওড়িশার বালানগির জেলায়। যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। অন্য দিকে, ওই যুবক আত্মঘাতী হয়েছেন বলে পাল্টা দাবি করেছেন প্রেমিকার বাবা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে নতুন বছরের প্রথম দিনে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন গান্ধী সন্ধ্যা নামের এক যুবক। সন্ধ্যায় প্রেমিকার বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর দেহ। বালানগির জেলার দুয়ানপালি গ্রামে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের।

তরুণীর বাবা দাবি করেছেন যে, রবিবার তাঁদের বাড়িতে গিয়ে ওই যুবক বিয়ের প্রস্তাব দেন। কিন্তু তাঁর সঙ্গে তরুণীর কোনও সম্পর্ক নেই। যুবককে বিয়ে করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তরুণী। এর পরই ওই যুবক পকেট থেকে ছুরি বার করে নিজেকে আঘাত করেন। কয়েক মুহূর্ত পরেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের একাংশের দাবি, কয়েক মাস আগে ওই যুগল আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

Advertisement

যদিও তরুণীর বাবার দাবি নস্যাৎ করেছে যুবকের পরিবার।পরিবারের অভিযোগ, যুবকে খুন করা হয়েছে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেন্সিক দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement