Manik Sarkar

CPM Youth Conference: লড়াইয়ের বার্তা দিতে যুব সম্মেলনে মানিক

দলের সম্মেলন-পর্বের পর্যালোচনা ও আরও রূপরেখা চূড়ান্ত করার জন্য আগামী ১৭ সেপ্টেম্বর, শুক্রবার রাজ্য কমিটির বৈঠক ডেকেছে সিপিএম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২১ ০৯:১৪
Share:

ফাইল চিত্র।

ত্রিপুরায় মারমুখী বিজেপির বিরুদ্ধে বাম প্রতিরোধে নেতৃত্ব দিচ্ছেন সে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার। প্রতিরোধ ও লড়াইয়ের বার্তা দিতে এ রাজ্যে যুব সম্মেলনে তাঁকে নিয়ে আসছে সিপিএম। রায়গঞ্জে ডিওয়াইএফআইয়ের আসন্ন রাজ্য সম্মেলনের সমাবেশে মূল বক্তা সিপিএমের পলিটবুরো সদস্য মানিকবাবু। যুব সম্মেলন উপলক্ষে ওই সমাবেশ হওয়ার কথা আগামী ২ অক্টোবর। দলের সম্মেলন-পর্বের পর্যালোচনা ও আরও রূপরেখা চূড়ান্ত করার জন্য আগামী ১৭ সেপ্টেম্বর, শুক্রবার রাজ্য কমিটির বৈঠক ডেকেছে সিপিএম। নিচু তলার সম্মেলন শেষ হয়ে যাবে পুজোর আগে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এ বার জেলা সম্মেলন উপলক্ষে সমাবেশের পরিকল্পনা করা হয়নি। পরিস্থিতি ঠিক থাকলে সমাবেশ করা যায় কি না, তা নিয়েও রাজ্য কমিটিতে আলোচনা হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement