Manik Sarkar

এমস-এ মানিক

সিপিএম সূত্রে বলা হচ্ছে, উদ্বেগের কোনও কারণ নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৩
Share:

মানিক সরকার। —ফাইল চিত্র।

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য দিল্লির এমস-এ ভর্তি হয়েছেন ত্রিপুরার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সিপিএম সূত্রে বলা হচ্ছে, উদ্বেগের কোনও কারণ নেই। কিছু পরীক্ষা করে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। কলকাতা থেকে যোগাযোগ করা হলে মানিকবাবুও শুক্রবার বলেছেন, ‘‘কিছু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আশা করছি, দ্রুতই আগরতলা ফিরে যেতে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement