Suicide attempt near Parliament

আত্মহত্যার চেষ্টা সংসদের সামনে: ঘটনাস্থলে মিলল আধপোড়া সুইসাইড নোট, সেখানেই ‘ক্লু’ পেল পুলিশ

পুলিশ সূত্রে খবর, যুবকের নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তাঁর শরীরের অন্তত ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। যুবকের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ২০:২৭
Share:

—প্রতীকী ছবি।

বড়দিনে সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল পড়েছে দিল্লিতে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে দু’পাতার আধপোড়া সুইসাইড নোট মিলেছে। তা ভাল করে খতিয়ে দেখে যুবকের আত্মহত্যা করতে চাওয়ার কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement

বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছিল। সংসদের অদূরে একটি পার্কে গায়ে আগুন দিয়ে সংসদের গেটে ছুটে আসছিলেন এক যুবক। স্থানীয় পুলিশ এবং এলাকাবাসীরা যুবককে আটকে গায়ের আগুন নেভান। সঙ্গে সঙ্গেই তাঁকে রামমনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম জিতেন্দ্র। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তাঁর শরীরের অন্তত ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। যুবকের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত কিছু কারণেই আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক। এক পুলিশ অফিসার বলেন, ‘‘বাগপতে যুবকের পরিবারের সঙ্গে আর এক পরিবারের বিবাদ চলছে। সেই বিবাদকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে দুই পরিবারের কয়েক জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ সব নিয়ে মানসিক ভাবে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন ওই যুবক। সকালে ট্রেনে করে দিল্লি এসে এই ঘটনা ঘটিয়ে ফেলেন। ’’

Advertisement

পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। সেখান থেকে পেট্রলের বোতলও উদ্ধার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement