প্রতীকী ছবি।
সংসারের খরচ চালাতে টাকা ধার করেছিলেন প্রচুর। কিন্তু ধার করা টাকা সময় মতো শোধ দিতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন বছর ত্রিশের যুবক মনোজ শর্মা। উপায় না দেখে দেনার হাত থেকে বাঁচতে স্ত্রী-সন্তানকে মেরে নিজেকেও শেষ করার চেষ্টা করলেন মনোজ। হালুয়ার মধ্যে বিষ মিশিয়ে স্ত্রী এবং দুই সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেন তিনি। তার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশের দাবি। রবিবার এই ঘটনাটি রাজস্থানের জয়পুরের প্রতাপনগর এলাকায় ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, মনোজের স্ত্রী সাক্ষী শর্মা (২৮) এবং তাঁর পাঁচ বছর বয়সি পুত্র বিষক্রিয়ায় মৃত। মনোজ এবং তাঁর কন্যা আপাতত হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রতাপনগরে ভাড়া বাড়িতে পরিবার-সহ থাকতেন মনোজ। প্রচুর টাকা ধার করে ফেলেছিলেন তিনি। তা ছাড়াও পারিবারিক কিছু সমস্যা চলছিল বলেও দাবি করে পুলিশ। এই বিষয়ে এখনও পুলিশ তদন্ত চালাচ্ছে।