truck

Tamilnadu: হেঁটে যাচ্ছিলেন রাস্তায়, হঠাৎ চলন্ত ট্রাক থেকে চাকা খুলে এসে পিষে দিল অটোচালককে!

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুরলী (৪৫)। দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৭:০৭
Share:

ট্রাকের চাকায় পিষ্ট হওয়ার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে।

মৃত্যু কখন শিয়রে এসে দাঁড়াবে কেউ জানে না। রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক অটোচালক, সেই সময় হঠাৎই একটি চলন্ত ট্রাক থেকে চাকা খুলে এসে পিষে দিল তাঁকে। ঘটনাটি তামিলনাড়ুর শ্রীপেরমবুদুরের। ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুরলী (৪৫)। দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন তিনি। তার পর একটু থেমে জামার পকেটে কিছু একটা খুঁজছিলেন। হঠাৎই দুরন্ত গতিতে ট্রাকের একটি চাকা মুরলীর পিছন দিক গড়িয়ে আসে। চাকার গতি এতটাই বেশি ছিল যে, সেই অভিঘাতে রাস্তায় পড়ে যান এবং চাকাটি মুরলীকে পিষে দেয়।

আচমকা এ রকম ঘটনায় স্থানীয় লোকেরা হতচকিত হয়ে পড়েন। দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে মুরলীকে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু মৃত্যু হয় তাঁর। পুলিশ ট্রাকচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement