Viral News

Viral post: ফুটবলের মোজা অর্ডার দিয়ে হাতে এল ব্রেসিয়ার! তার পর...

অনলাইন শপিংয়ে বাক্স বদল নতুন ঘটনা নয়। মোবাইল ফোনের বদলে আধলা ইট বা কাঠের টুকরো এসে পৌঁছনোর ঘটনা বহু বার ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ১১:২০
Share:

নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’

নাকের বদলে নরুন হলেও কথা ছিল। কিন্তু অনলাইনে এক যুবক ফুটবলের মোজা অর্ডার করে তার বদলে হাতে পেলেন ৩৪ সিসি মাপের ব্রেসিয়ার।

টুইটারে ‘দুর্ভাগ্যের’ কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ওই যুবক। এমনকি যা অর্ডার করেছিলেন, আর যা এসে পৌঁছেছে তার ছবিও দিয়েছিলেন। যুবকের সেই পোস্টে মজাচ্ছলে অনেকে লিখেছেন, ‘আপনি তো নয় ব্রেসিয়ার পেয়েছেন। কিন্তু এক বার সেই মহিলার কথা ভাবুন যিনি বক্ষবন্ধনীর অর্ডার দিয়ে ফুটবলের মোজা পেয়েছেন। তাঁর কাছেও আপনার ক্ষমা চেয়ে নেওয়া উচিত।’

Advertisement

যে অনলাইন সংস্থা এই ‘বাক্স বদল’ ঘটিয়েছে টুইটার পোস্টে তাদের নামোল্লেখ করেই যুবক লেখেন, ‘অর্ডার দিয়েছিলাম ফুটবলের মোজা। বদলে এল ব্রেসিয়ার। শপিং সংস্থাটিকে জানাতে তারা বলেছে, তারা দুঃখিত। কিন্তু এ জিনিস ফেরত নেওয়া হবে না।’

এরপর নিজের পোস্টে ঠাট্টা করেই যুবক লিখেছেন, ‘আমি তাই ঠিক করেছি ফুটবল খেলার সময় এখন থেকে ৩৪সিসি মাপের ব্রেসিয়ারটিই পরে যাব। ওটিই হবে আমার ‘স্পোর্টস ব্রা’।’ যুবকের এই ঠাট্টার জবাবে এক জন লিখেছেন, ‘ব্রেসিয়ার যদি ছেলেরা পরে তবে সেটি আর ব্রেসিয়ার থাকবে না। নিঃসন্দেহে নাম বদলে ব্রো-সিয়ার হয়ে যাবে।’

অনলাইন শপিংয়ে বাক্স বদল নতুন ঘটনা নয়। মোবাইল ফোনের বদলে আধলা ইট বা কাঠের টুকরো এসে পৌঁছনোর ঘটনা বহু বার ঘটেছে। তবে এই ঘটনাটি সেই সব ঘটনাকে অনেক পিছনে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকে। তাঁদের কেউ কেউ আবার ওই যুবককে পরামর্শ দিয়েছেন, ‘আপনি বরং এ বার স্পোর্টস ব্রা অর্ডার করুন। তা হলে যদি ফুটবলের মোজা পাওয়া যায়।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement