Supreme Court

রাষ্ট্রপতি হতে চাই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ পরিবেশবিদ, শুনে কী বললেন বিচারপতিরা

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শীর্ষ আদালতে ওই আবেদন করেছিলেন কিশোর জগন্নাথ সবন্ত নামে এক পরিবেশবিদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২২:৫১
Share:

ফাইল চিত্র।

সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। এ বার রাষ্ট্রপতি হতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সেই ব্যক্তি। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। শুধু আবেদন খারিজ করেই ক্ষান্ত থাকেননি বিচারপতিরা, বেজায় চটে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যত এই ধরনের কোনও আবেদন যাতে আবেদনকারী করতে না পারেন। রেজিস্টারকেও সে ব্যাপারে সতর্ক করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শীর্ষ আদালতে ওই আবেদন করেছিলেন কিশোর জগন্নাথ সবন্ত নামে এক পরিবেশবিদ। শুক্রবারের শুনানিতে তিনি নিজেও হাজির হয়েছিলেন। আদালতে জগন্নাথ দাবি করেন, গত রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে প্রার্থী হতে দেওয়া হয়নি। তাঁর এই সওয়াল শুনে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির মন্তব্য, এই আবেদন আদালতের কর্মপদ্ধতির অপব্যবহার ছাড়া কিছু নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement