Hyderabad

গার্লস হস্টেলের সামনেই হস্তমৈথুন পুলিশের! ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

হায়দরাবাদের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স-এর গার্লস হস্টেলের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছিলেন এক পুলিশকর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৪
Share:

গার্লস হস্টেলের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

হায়দরাবাদের টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স-এর গার্লস হস্টেলের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুন করছিলেন এক পুলিশকর্মী। সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় শনিবার। তার পরেই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। আদিবাতলা থানা বিষয়টি নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে।

Advertisement

গার্লস হস্টেলের সামনে দাঁড়িয়ে হস্তমৈথুনের এই ঘটনাটি ঘটেছিল গত বছরের ২০ অক্টোবর। সে দিন বিকেল তিনটে নাগাদ এক ছাত্রী হস্টেল থেকে দোকানের দিকে যাচ্ছিলেন। তখনই তিনি এক ব্যক্তিকে হস্তমৈথুন করতে দেখেন। ওই ব্যক্তির পরনে ছিল পুলিশের উর্দি। সেই সময় ভিডিয়ো করা হলেও ওই কাজ থেকে বিরত হননি ওই পুলিশ কর্মী। ওই ছাত্রী সাহায্যের জন্য চিৎকার শুরু করলে পালিয়ে যায় ওই অভিযুক্ত।

সে সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার কথা জানান ওই ছাত্রী। কিন্তু পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই সকলের নজরে আসে তা।

Advertisement

আরও পড়ুন: শাবককে উদ্ধারের সময় গ্রামবাসীদের তাড়া করল মা হাতি! দেখুন কী ঘটল সে সময়

তার পর এক উচ্চপদস্থ পুলিশকর্তা অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দায়ের করতে বলেন। এর পর আদিতাবাদ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। রাজকোন্ডা পুলিশ কমিশনার মহেশ এম ভাগবত বলেছেন, ‘‘শনিবার ভিডিয়োটি আমার নজরে আসে। সঙ্গে সঙ্গে আমি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’

কলেজ ক্যাম্পাস থেকে ওই গার্লস হস্টেলের দূরত্ব ৫০০ মিটার মতো। সেই রাস্তার মধ্যে ঝোপঝাড়ও রয়েছে। হস্টেলের সামনে ওই রাস্তায় প্রায়শই কিছু লোক তাঁদের হেনস্থার চেষ্টা করেন বলে জানিয়েছে হস্টেলের বেশ কয়েক জন ছাত্রী।

আরও পড়ুন: ফোনে ব্যস্ত রাঁধুনি, স্কুলে রান্নার কড়াইয়ে পড়ে মৃত্যু তিন বছরের খুদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement