Murder

ঝগড়ার মাঝে বাবার মাথায় কোপ! দেহ উঠোনে পুঁতে দিলেন ছেলে

অভিযোগ, রাগের বশে বাবার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ছেলে। তখনই মৃত্যু হয় রাজেঙ্গের। তাঁর দেহ বাড়ির পিছনে উঠোনে পুঁতে দেন ছেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৮:২৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রৌঢ়কে খুন করে দেহ বাড়িতে পুঁতে দেওয়ার অভিযোগ। আঙুল উঠেছে ছেলের দিকে। রাজস্থানের দুঙ্গারপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সি ওই ব্যক্তির ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম রাজেঙ্গ বারান্দা। বুধবার তাঁর সঙ্গে ঝগড়া হয় ছেলে চুনীলালের। অভিযোগ, রাগের বশে বাবার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন ছেলে। তখনই মৃত্যু হয় রাজেঙ্গের। তাঁর দেহ বাড়ির পিছনে উঠোনে পুঁতে দেন ছেলে।

পুলিশ জানিয়েছে, রাজেঙ্গের চার ছেলে— প্রকাশ, দীনেশ, পাপ্পু, চুনীলাল। মাকে নিয়ে প্রকাশ আমদাবাদে থাকেন। দীনেশ এবং পাপ্পু দুঙ্গারপুরের বলওয়ারা গ্রামে থাকেন। চুনীলালের সঙ্গে অন্য একটি বাড়িতে থাকতেন নিহত রাজেঙ্গ। দু’দিন ধরে বাবাকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হন দীনেশ এবং পাপ্পু। তাঁরা প্রকাশকে ফোন করে বিষয়টি জানান। আমদাবাদ থেকে মাকে নিয়ে গ্রামে চলে আসেন প্রকাশ। চুনীলালের কাছে বাবার খোঁজ করেন। প্রথমে চুনীলাল বাবার নিখোঁজ হওয়া নিয়ে বিভিন্ন গল্প ফাঁদতে শুরু করেন। পরে পরিবারের চাপে বাবাকে খুনের কথা স্বীকার করেন। এর পরেই থানায় খবর দেন পরিবারের সদস্যেরা।

Advertisement

পুলিশ এসে চুনীলালের বাড়ির উঠোন থেকে রাজেঙ্গের দেহ উদ্ধার করে। জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন চুনীলাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement