Murder

কাঁচি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ যুবককে, অভিযুক্তের খোঁজে ঠানে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম দীপককুমার গৌতম। অভিযুক্তের নাম রাজপাল রামচরণ গৌতম। তাঁর বয়স ২৩ বছর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এক যুবককে কাঁচি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। মহারাষ্ট্রের ঠাণের ঘটনা। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। তাঁর সঙ্গে নিহত আগে থেকে পরিচিত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম দীপককুমার গৌতম। তিনি বদলাপুরের বাসিন্দা ছিলেন। অভিযুক্তের নাম রাজপাল রামচরণ গৌতম। তাঁর বয়স ২৩ বছর। এখনও রাজপালের খোঁজ মেলেনি।

অন্য দিকে, দীর্ঘ দিন নিখোঁজ থাকার পর মুম্বইতে উদ্ধার হল ৫২ বছরের প্রৌঢ়ের দেহ। তাঁর শরীরে রয়েছে একাধিক ক্ষত। প্রৌঢ় মুম্বইয়ের দাদরের বাসিন্দা। তাঁর নাম দামোদর কোন্ডিবা পাড়গে। ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর অভিযোগ পেয়ে তদন্তে নেমেছিল পুলিশ। এ বার দেহ উদ্ধারের পর খুনের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। তাদের অনুমান, ২৭ থেকে ৩০ অগস্টের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই প্রৌঢ়কে। কেন তাঁকে খুন করা হল, সেই কারণ স্পষ্ট নয়। ঠাণের ৩৮ বছরের যুবকের হত্যার সঙ্গে এই খুনের কোনও যোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement