গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।
ভারত-ইংল্যান্ড ম্যাচের চার দিন আগেই কলকাতায় চলে আসছেন ভারত ও ইংল্যান্ড দু’দলের ক্রিকেটারেরা। লিয়াম লিভিংস্টোন শুক্রবারই কলকাতায় চলে এসেছেন। জস বাটলার-রা রয়েছেন দুবাইয়ে। শুক্রবার সন্ধেয় কলকাতায় পৌঁছবেন তাঁরা। শুক্রবার বিভিন্ন সময়ে কলকাতায় আসছেন ভারতীয় ক্রিকেটারেরা।
প্রধান কোচ গৌতম গম্ভীর রাত ৮.১৫-এর বিমানে নামছেন কলকাতায়। ৭.৪৫-এ নামছেন সূর্যকুমার যাদব। নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংহ বিকেলেই চলে আসছেন। শনিবার মধ্যরাতে আসছেন মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্য। রবিবার দুপুরে ইডেনে অনুশীলন করবে ইংল্যান্ড। সন্ধে থেকে নামবেন সূর্যরা।
সোমবার বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে সিএবি। বাংলার মেয়েদের অনূর্ধ্ব-১৫ বিভাগের চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মান জানাতে চায় সিএবি। তাদের পাশাপাশি সংবর্ধনা দেওয়া হবে বাংলার সিনিয়র দলের মহিলা ক্রিকেটারদের। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেট প্রতিযোগিতায় তাঁরা রানার্স হয়েছেন। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছেন মিতালি রাজ। আমন্ত্রণ জানানো হয়েছে সূর্যকুমার যাদবকেও। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিংবদন্তি ঝুলন গোস্বামী।