India Cricket Team

গম্ভীররা শনিবার কলকাতায়, বিশেষ অতিথি মিতালি-সূর্য

প্রধান কোচ গৌতম গম্ভীর রাত ৮.১৫-এর বিমানে নামছেন কলকাতায়। ৭.৪৫-এ নামছেন সূর্যকুমার যাদব। নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংহ বিকেলেই চলে আসছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৬:৩৪
Share:

গৌতম গম্ভীর। ছবি: পিটিআই।

ভারত-ইংল্যান্ড ম্যাচের চার দিন আগেই কলকাতায় চলে আসছেন ভারত ও ইংল্যান্ড দু’দলের ক্রিকেটারেরা। লিয়াম লিভিংস্টোন শুক্রবারই কলকাতায় চলে এসেছেন। জস বাটলার-রা রয়েছেন দুবাইয়ে। শুক্রবার সন্ধেয় কলকাতায় পৌঁছবেন তাঁরা। শুক্রবার বিভিন্ন সময়ে কলকাতায় আসছেন ভারতীয় ক্রিকেটারেরা।

Advertisement

প্রধান কোচ গৌতম গম্ভীর রাত ৮.১৫-এর বিমানে নামছেন কলকাতায়। ৭.৪৫-এ নামছেন সূর্যকুমার যাদব। নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংহ বিকেলেই চলে আসছেন। শনিবার মধ্যরাতে আসছেন মহম্মদ শামি ও হার্দিক পাণ্ড্য। রবিবার দুপুরে ইডেনে অনুশীলন করবে ইংল্যান্ড। সন্ধে থেকে নামবেন সূর্যরা।

সোমবার বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে সিএবি। বাংলার মেয়েদের অনূর্ধ্ব-১৫ বিভাগের চ্যাম্পিয়ন দলকে বিশেষ সম্মান জানাতে চায় সিএবি। তাদের পাশাপাশি সংবর্ধনা দেওয়া হবে বাংলার সিনিয়র দলের মহিলা ক্রিকেটারদের। টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেট প্রতিযোগিতায় তাঁরা রানার্স হয়েছেন। সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসছেন মিতালি রাজ। আমন্ত্রণ জানানো হয়েছে সূর্যকুমার যাদবকেও। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং কিংবদন্তি ঝুলন গোস্বামী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement